আতঙ্কে তেহরান ছাড়ছে হাজারো মানুষ

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। দলে দলে বাসিন্দারা শহর ছেড়ে যাচ্ছেন। ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার লাইভ কাভারেজে এ খবর জানা গেছে।

সোমবার ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা দেয়, তেহরানের নির্দিষ্ট একটি এলাকায় তারা দ্রুত সময়ের মধ্যে হামলা চালাতে পারে। ওই এলাকাটি মূলত তৃতীয় জেলার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস।

এই ঘোষণার পর থেকেই শহর ছাড়ার হিড়িক পড়ে যায়। স্থানীয় সময় দুপুরের পর থেকে তেহরানের বিভিন্ন রাস্তায় বাস, গাড়ি ও ট্রাকভর্তি মানুষকে শহর ত্যাগ করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা গেছে, অনেকেই প্রয়োজনীয় মালপত্রসহ যাত্রা শুরু করছেন। কেউ বা আবার পরিবার নিয়ে যানজটের মাঝেই আটকে পড়েছেন।

তেলের পাম্পগুলোতেও একই চিত্র। সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে প্রচণ্ড ভিড়। গাড়িচালকদের অনেকে জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি ভরার জন্য।

এ অবস্থায় চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তেহরানবাসী। যদিও ইরানের প্রশাসন বারবার সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন। গত কয়েক দিনে হাজার হাজার মানুষ শহর ছেড়েছেন।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025