এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে তিমুর-লেস্তেকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রিফাত কাজী শুরুতেই দলকে এগিয়ে দেন। এরপর মোহাম্মদ মানিকের জোড়া গোলের পাশাপাশি বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মেদের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই তিমুর-লেস্তের রক্ষণে আক্রমণের পসরা সাজায় বাংলাদেশ। একাদশ মিনিটেই বাঁ দিক থেকে আসা ক্রসে দারুণ হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রিফাত কাজী। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
২৮ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি-কিক থেকে আসা বলে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। প্রথমার্ধের শেষদিকে জটলার মধ্য থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ করেন তিনি।
বিরতির পরও দাপট ধরে রাখে বাংলাদেশের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস থেকে সুন্দর ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-০ করেন বায়েজিদ বোস্তামি। এরপর ম্যাচের প্রায় শেষ দিকে দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন আকাশ আহম্মেদ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার ব্রুনাইয়ের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। গোলাম রব্বানী ছোটনের দল বাছাইপর্বে পড়েছে ‘এ’ গ্রুপে।




