২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের ম্যাচগুলোর জন্য দল অনেকটাই চূড়ান্ত করেছে ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে ব্রাজিল দলে নেইমার ফিরলেও বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।
আর্জেন্টিনা দলে চমক
আর্জেন্টিনা দলে নতুন চমক এনেছেন লিওনেল স্কালোনির। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াইয়ের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় নতুন মুখ হোসে মানুয়েল লোপেজ।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকার লোপেজ এই মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। লাৎসিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।
গত জুনের বাছাইপর্বের স্কোয়াড থেকে কয়েকটি পরিবর্তন করেছেন কোচ স্কালোনি। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা কারবোনি সম্প্রতি জেনোয়ার হয়ে করেছেন দারুণ এক গোল। ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে এবার দলের বাইরে। চোট কাটিয়ে উঠতে না পারায় জায়গা হয়নি পাওলো দিবালার। তবে ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রাখা হয়েছে দলে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।
ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস
আগামী সোমবার ঘোষণা হবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এরই মধ্যে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। সেই তালিকা নিয়ে খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়ুস জুনিয়র এবার দলে থাকছেন না।
গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। যেহেতু সেপ্টেম্বরে মাত্র দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই শুধু বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ডাকতে চান না আনচেলত্তি। বিশ্রামেই রাখা হবে তাকে।
গ্লোবো জানায়, আনচেলত্তির প্রাথমিক দলে যারা নিশ্চিতভাবে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার মার্কোস আন্তোনিও (সাও পাওলো) ও দানিলো (বোতাফোগো) এবং ফরোয়ার্ড নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও) ও রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।
এবারের দলে সবচেয়ে আলোচনায় আছেন অবশ্য নেইমার। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর।
এরপর চোটের কারণে দলে ফেরা হয়নি। এবার বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলের এ তারকাকে।
আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে খেলবে তারা বাছাইপর্বের শেষ ম্যাচ।
১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূল লড়াইয়ের প্রস্তুতির সূচনা করবে ব্রাজিল।