বদলে যেতে পারে ফিনালিজিমার সূচি

২০২২ সালে যে মাঠে বিশ্বকাপের শিরোপা উদযাপন করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা, কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের আগে আরেকবার নামবেন মেসিরা। আর সেটা হবে ফিনালিজিমার শিরোপার লড়াই।

আগামী বছরের মার্চে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন ফিনালিজিমা জয়ের লড়াইয়ে নামবে। ফিফা ওই ম্যাচের সূচি ঘোষণা করেছিল ২৮ মার্চ, শনিবার। তবে ফিফা ম্যাচটিকে আরও দর্শকের কাছে পৌঁছে দিতে সূচি পরিবর্তনের চিন্তা করছে।

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ফিফা আগামী বছরের ২৭ মার্চ, শুক্রবার, ম্যাচটি আয়োজন করতে চায়। অর্থাৎ একদিন এগিয়ে আনতে চায় ম্যাচটি। যদিও এখন পর্যন্ত পরিবর্তন চূড়ান্ত হয়নি। ম্যাচটির সূচি পরিবর্তন করা যাবে কিনা, এমনকি ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে।

স্পেন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব কেবল শুরু করেছে। বাছাইপর্বে ভালো অবস্থানে আছে তারা। এরপরও যদি কোনো কারণে স্পেন বিশ্বকাপে জায়গা না পায়, সেক্ষেত্রে ফিনালিজিমায় খেলবে না তারা। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ লুফে নেবে তারা। সেক্ষেত্রে একদিন ম্যাচটি এগিয়ে আনলেও হয়তো আপত্তি তুলবে না তারা।

আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমিরা লিওনেল মেসি ও লামিন ইয়ামালের লড়াই দেখতে মুখিয়ে আছেন। বার্সার তরুণ তুর্কি ইয়ামালকে মনে করা হয় নতুন দিনের মেসি। এরই মধ্যে প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। কিন্তু মেসি ও ইয়ামাল এখনো পক্ষে কিংবা বিপক্ষে একসঙ্গে খেলেননি। ফিনালিজিমা দুই প্রজন্মের তারকাকে একসঙ্গে দেখার সুযোগ করে দিতে পারে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025