আর্জেন্টিনার গোল উৎসবে মেসির বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। এদিন জোড়া গোলের দেখা পান ম্যাক আ্যলিস্টার ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিনে, অন্যদিকে পুয়ের্তো রিকো ১৫৫-তে। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতি ও বন্ধুত্বময় না থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচে হয়েছেও সেটি। একপেশে ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি পুয়ের্তো রিকো।

ম্যাচে ৬৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় আর্জেন্টিনা, যার ১১টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে পুয়ের্তো রিকোর পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্তিনেজ।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে পুয়ের্তো রিকোকে চেপে ধরা আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেয়ে যায় ১৪ মিনিটে। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফেরার পর নিকো গঞ্জালেসের ভলিতে গোলমুখে বল পান আ্যালিস্টার। হেড করে অনায়াসে বল জালে পাঠান তিনি।

২৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। জটলার মধ‍্য থেকে মেসির দুর্দান্ত দক্ষতায় উঁচু করে বাড়ানো বলে খুব কাছ থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে আবারও গোলের দেখা পান অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট ডি বক্সে স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

ছয় মিনিট পর স্কোর লাইন ৫-০ করেন লাউতারো। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটিও করেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। মেসির ব‍্যাক হিলে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় আর গোল না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির বিশ্বরেকর্ড

লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অপরের সম্পূরক। ফুটবল মাঠে কত রেকর্ড যে গড়েছেন তিনি তা হিসেব রাখাই কঠিন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকো ম্যাচে দুই আ্যসিস্ট করে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।

জোড়া আ্যসিস্ট করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল বানানোর রেকর্ড এখন মেসির দখলে। নেইমারকে (৫৯টি) পেছনে ফেলে ৬০টি গোল বানালেন আর্জেন্টাইন কিংবদন্তি। এই তালিকায় মেসি-নেইমারের পর তিনে রয়েছেন আমেরিকার ল্যান্ডন ডনোভান। তার আ্যসিস্ট ৫৮টি। সমান ৫৩ আ্যসিস্টে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে হাঙ্গেরির পুসকাস ও বেলজিয়ামে ডি ব্রুইনা।

ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে বিশ্রাম থেকে ফিরেই রেকর্ড গড়লেন কিংবদন্তি মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জয়ের দিন ম্যাচের ২৩তম মিনিটে মেসির পাস থেকে গোল করেন মন্টিয়েল। ৮৪তম মিনিটে লাউতারো মার্তিনেজকে অসাধারণ অ্যাসিস্ট দেন মেসি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025