প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টিকে ‘চরিত্র হননের অপচেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়।
প্রেস উইং জানায়, অতন্দ্রানু রিপা নামের এক নারী মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক রীয়াজকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। অধ্যাপক রীয়াজ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক রীয়াজ মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধের অনুরোধ জানিয়েছেন। তা না হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন।
গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠন করা ছয়টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক আলী রীয়াজ। পরবর্তী সময়ে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। কমিশন ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে। এই সনদের বাস্তবায়ন আদেশ–২০২৫ আজ বৃহস্পতিবার সরকার জারি করেছে।




