আজ রেলপথ অবরোধ

রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবিতে আজ শনিবার সিলেট বিভাগে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন রেলের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হয়। সেখানে আশানুরূপ সিদ্ধান্ত না পাওয়ায় এ অবরোধের ডাক দেওয়া হয়।

এ আন্দোলনের কুলাউড়ার আহ্বায়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান জানান, আজ শনিবার সিলেট বিভাগের সবকটি রেলওয়ে স্টেশন বন্ধ থাকবে, সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল, সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি, ঢাকার মগবাজারে অবরোধ ও কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025