আগুন আতঙ্কে স্থগিত ঐকমত্য কমিশনের বৈঠক

চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এ সময় হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালে ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় আলোচনায় অংশ নেবেন না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান।

জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। আজ আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। পরে আবার তারা বৈঠকে যোগ দেয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025