আদালতে গ্রেনেড হামলা, নিহত ৬

ইরানে আদালত ভবনে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় শিশু ও নারীসহ ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের এক আদালত ভবনে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের একদল সশস্ত্র সদস্য এ হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রদেশটির রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। তাদের হামলায় নিহতদের মধ্যে মা ও শিশু রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

হামলার পর নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করেছে জায়েশ আল-আদল। নিরাপত্তা স্বার্থে এলাকাটি ছেড়ে যেতে বেসামরিক নাগরিকদের বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে।

সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস। এ জনগোষ্ঠীটি অভিযোগ- তারা দেশটির রাজনীতিতে উপেক্ষিত ও অর্থনৈতিক বঞ্চনার শিকার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ প্রায়ই ঘটে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025