আবার ক্রিকেটে ফিরে রোমাঞ্চিত সাকিব

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে। তিনি নিজেই দুই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন। টেস্টে থাকলেও রাজনৈতিক কারণে খেলার সুযোগ নেই। সব মিলিয়ে ক্রিকেট থেকে এতদিন অনেকটাই দূরে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

তবে এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে সেই বিরতির অবসান হয়েছে সাকিবের। লাহোর কালান্দার্সের হয়ে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার।

পিএসএল ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এরইমধ্যে এক ম্যাচ খেলেছেন সাকিব। বৃহস্পতিবার পিএসএলের প্লে অফে করাচির কিংসের মুখোমুখি হয় কালান্দার্স। সেই ম্যাচে সাকিবকে মাঠে দেখা গেছে।

এর আগে ক্রিকেটে ফেরার রোমাঞ্চ নিয়ে পাকিস্তানের জিও নিউজের সঙ্গে কথা বলেছেন সাকিব। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, “যখন অনেক দিন পর ক্রিকেটে ফিরবেন, এই অনুভূতিটা খুবই রোমাঞ্চকর হবে। একই সঙ্গে দেখতে হবে আপনার শরীর কেমন আচরণ করছে। লম্বা সময়ের পর খেলায় ফেরা ভিন্ন অভিজ্ঞতার। সামনের ম্যাচগুলো আশা করি আমার জন্য ইতিবাচক হবে।”

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সাময়িক স্থগিত হয়ে গিয়েছিল পিএসএল। তবে আবার মাঠে ফিরলেও অনেক বিদেশি ক্রিকেটার নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ফেরেননি। তার কারণে টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দলে নেয় কালান্দার্স।

এই দলে যোগ দিতে পেরে খুশি সাকিবও। লাহোর কালান্দার্সকে নিয়ে বাংলাদেশি তারকার মন্তব্য, “লাহোর কালান্দার্স অসাধারণ একটি দল। এর আগে আমি শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে খেলেছি, আর এখন ড্রেসিংরুম ভাগাভাগি করছি তাদের সঙ্গে। পরস্পরকে জানার জন্য এটি বেশ ভালো সুযোগ।”

লাহোরে সাকিব সতীর্থ হিসেবে পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে।

পিএসএল শেষেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব নিজে বাংলাদেশ দলের অংশ না হলেও ‘সাবেক’ সতীর্থদের নিয়ে শুনিয়ে গেলেন আশার কথা। সেই সঙ্গে দুই দলের লড়াইটা জমজমাট হবে বলেও মনে করেন তিনি, “পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি ভালো হবে। কারণ উভয় দলেই কিছু তরুণ ক্রিকেটার আছে, যারা আলো ছড়ানোর জন্য মুখিয়ে আছে।”

Tags :

Staff Reporter

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025