অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ মাসে ঢাকা ও আশপাশের সড়কে ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি।
উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আমার অনুরোধ, এসব কর্মসূচি যেন সড়কে না করে নির্দিষ্ট স্থানে করা হয়। এতে জনদুর্ভোগ কমবে।
তিনি আরও বলেন, যদি কোনো একটি রাস্তার কোণা অবরোধ হয়, পুরো ঢাকা শহর প্রভাবিত হয়। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা অন্য কোনো খোলা মাঠে এমন কর্মসূচি করা হলে ভালো হয়। প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু সেটি যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সে হিসাবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।